chat

Chat

বৃষ্টি তুমি-আরিফুল ইসলাম



বৃষ্টি  তুমি এক বার এসো আবার

শিশির ভেজা কোনো এক স্নিগ্ধ সকালে;

পুকুর পাড়েঁ ।শিশিরে ভেজা সবুজ ঘাস ছুঁয়ে দিতে চাইবে;তোমার আলতা রাঙা পা।

আলতা লেপ্টে যাবে ভেবে ,

তুমি সংকোচে ছুঁবে না শিশির ।আমি বুক পেতে দিতে চেয়ে হাত পেতে বলব,"রাখ দেবী চরণ তোমার             অর্ন্নপূর্ণা 

আমার হাত ছুঁয়ে  পা তোমার নেবে 

শিশিরের আলতো ছোঁয়া।

রাঙা আলতার পরে ফোটা শিশির লেগে

 লজ্জা পাবে ভোরের দুর্বা 


 আজ কত বছর পার হল--

পুকুর পাঁড়ের মরা ঘাঁসগুলোর মত

হৃদয়টা শুঁকিয়ে গেছে 

শিশিরের ছোঁয়ায় প্রাণ পায় না;

হয়ত দেবীর বর নেই বলে!

অন্নপূর্ণা কতদিন ছুঁয়ে যায় না

 শিশির কণা

আকুল বর্ষায় তা কি আর প্রাণ পায়?

বৃষ্টি তুমি এক বার এসো আবার

ছুঁয়ে  শিশির দিও বর!

নাহয়না জড়ালে জীবন !

ক্ষণকালে এসে  দিলে প্রাণ।

No comments:

Post a Comment

© Md. Mahadi Hasan