chat

Chat

সুসম্পর্কের বন্ধন ও সামাজিক সাম্য

সুসম্পর্কের বন্ধন ও সামাজিক সাম্য ...................................................... নব্য বিবাহিত ছেলেটি হয়ত নিজের মায়ের থেকে নিজের বউকে বেশি গুরুত্ব দেয়। নতুন বন্ধুকে পাওয়া ছেলেটি, পরোনো বন্ধুকে ভুলে যায়।ভাল মানুষটি নতুন অত্নীয়তার সম্পর্কে পুরোনো অাত্নীয়গুলোকে ভুলে যায়।নব্য বিবাহিত ছেলেটি হয়ত জানে না, "তার পুরোনো মা কতটা গুরুত্বপূর্ণ। তেমনিভাবে বন্ধুকে পাওয়া ছেলেটি ও জানে না যে,"পুরনো বন্ধুটি কতটা গুরুত্বপূর্ণ। সেই মানুষটি জানে না,"পুরনো অাত্নীয়তার সম্পর্কগুলো কতটা গুরুত্বপূর্ণ। পুরনো এই মানুষগুলো মোটে-ই অবহেলার যোগ্য নয়। কিন্তু সমাজ মনে হয় কিছুটা অমার ধ্যান-ধারণার থেকে উল্টো। কিন্তু সমাজের এই ধারণা একদিন ভুল প্রমাণিত হয়। এটা হয়ত অনেকের-ই জানা।পুরনো মানুষগুলো যতই খারাপ হোক না কেন।সম্পর্কের টানা-পোড়ায় অন্যায় কিছু করতে পারে না। অার নতুনদের গ্যারান্টি দিতে একটু হেজিটেশন থেকে যায়।পুরনো এই মানুষগুলো অনেক সময় আমাদের জীবনে চলার পথে এগিয়ে দেয় হাত ধরে।গড়ে তোলে আমাদেরকে মানুষ হিসেবে।কিন্তু অমরা যথেষ্ট গুরুত্ব দিতে শিখি না। যদি শিখতাম- ★ তাহলে হয়ত মাকে ভুলতে পারতাম না। ★তাহলে হয়ত পুরনো বন্ধুটিকে চিনতে পারতাম। ★তাহলে হয়ত পুরনো সম্পর্কের মানুষটিকে ভুলতে পারতাম না। ★অাগ্রহ দেখাতে শিখতাম এই পুরনো মানুষগুলোর প্রতি। মোটকথা সুসম্পর্কের বন্ধনে অাবদ্ধ থাকতাম। অথচ আমরা তার উল্টো! . যারা অাপনার প্রতি অাগ্রহ দেখায়, আপনি তাদেরকে ভুলে যান।অথচ যারা অাগ্রহ দেখায় না, তাদেরকে অাপনি অাগ্রহ দেখাতে যাচ্ছেন। হয়ত এটাই পৃথিবীর নিয়ম!তবে অামরা চাইলেই তা পাল্টে দিতে পারি। অাপাতত সমাজ অামার সিদ্ধান্তটাকে ভালো চোখে নেবে না, তবে যদি পরিবর্তন অানতে পারি তাহলে সমাজ হয়ত মেনে নিবে। . তৈরি হবে সম্পর্কের শক্ত বাঁধন। তৈরি হবে সাম্যের সমাজিক বন্ধন। উপকৃত হবে এ সমাজের মানুষগুলো। . ৪-৩-২০১৮ অারিফ

No comments:

Post a Comment

© Md. Mahadi Hasan